উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যারা শিক্ষা বোঝে না,শান্তি বোঝে না, প্রগতি বোঝে না- তাদের জন্য ছাত্রলীগ নয়। ছাত্রলীগের নেতা কর্মী হবে সাহসী। তাদের সততা থাকবে,থাকবে সত্য বলার সাহস। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ) উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম এমপি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাংবাদিক গোলাম মোস্তফা,জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ,সংসদ সদস্যের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, আওয়ামীলীগ নেতা জাহিদুজ্জামান কাকন ও উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার।
মতবিনিময় সভায় উল্লাপাড়া উপজেলার ১৪ ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।