শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও শনিবার বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষকদের অংশ গ্রহণে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন নাজিরগঞ্জ স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ নাদের হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন ও সুজানগর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহতাব উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তৃতায় বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের দেওয়া সুশিক্ষা এবং নৈতিক শিক্ষাকে ভিত্তি করেই শিক্ষার্থীরা সমাজে আলোকিত মানুষ হয়। তাছাড়া শিক্ষকতা পেশা সব চেয়ে মহৎ পেশা। সুতরাং শিক্ষক সমাজকে সদা সর্বদা শ্রদ্ধা করতে হবে। তবে শিক্ষকদেরও তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনের পাশাপাশি সমাজে তাদের পদমর্যাদাকে সমুন্নত রেখে চলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সন।