মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে গালি ও কটূক্তিকারী রঞ্জন রায়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মুসলিম জনতা।
রোববার বিকালে প্রায় ৫ হাজার মুসলিম জনতা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, খিলালগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে তারা গংগাচড়া থানা এলাকার খিলালগঞ্জ অংশে অবস্থান গ্রহণ করেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিশোরগঞ্জ থানা পুলিশ, গংগাচড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
রোববার দুপুর ৩টার দিকে বাংলাবাজার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত যায়। পরে বিক্ষোভটি মিছিলটি সিঙ্গেরগাড়ী বাজার ও বাংলাবাজার হয়ে কিশোরগঞ্জ উপজেলার শেষ সীমানা খিলালগঞ্জ ব্রিজ পর্যন্ত গিয়ে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। পরে তারা খিলালগঞ্জ ব্রিজ ও খিলালগঞ্জ বাজারে রাস্তা বন্ধ করে মানববন্ধন করে। এই বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার উপজেলার সীমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় খিলালগঞ্জ বাজারের দোকানপাট বন্ধ ছিল।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ি এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ওলামা ও ইমামগণ বক্তব্য রাখেন। বক্তারা নবীজিকে (সা.) কটূক্তিকারীর সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়েছেন।
এর আগে কিশোরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা গংগাচড়া উপজেলার রঞ্জন রায় নামে এক যুবক কয়েক দিন আগে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:)-কে গালি ও কটূক্তি করে। বিষয়টি এলাকার লোকজনের নজরে পড়লে শনিবার বিকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে
শনিবার রঞ্জন রায়কে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ ও মানববন্ধন করে মুসলিম জনতা।
সূত্র: আমার দেশ।