আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী ( তারবিয়াত ) সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িপাল্লা হাতে মিছিলে অংশ নেন।
অধ্যাপক আলী আছগর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘোরে তাই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করেন,রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা সাধুবাদ জানাবো। কিন্তু ফ্যাসিস্টদের মতো কথা বলবেন না,চোখ রাঙাবেন না। জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানোয় ভয় পায় না। আল্লাহ ছাড়া আমরা কাউকেই ভয় পাই না। ফ্যাসিস্টদের মতো এদেশে আর কাউকে ক্ষমতা নিতে দেওয়া হবে না ।
ওই জামায়াত নেতা বলেন, দাঁড়িপাল্লা নিছক কোনো প্রতীক নয়। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। আগামীতে এই প্রতীকের পক্ষে রায় দিতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক তৈয়ব আলী, অধ্যক্ষ হালিম মজহার নুর,ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,সাধারণ সম্পাদক আতিক হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী,সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।