পাবনার ভাঙ্গুড়ায় শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব” (SAWAB) এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরশহরের শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিশু শিক্ষার্থীর হাতে এই গাছের চারা তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা, “ছওয়াব”-এর উপজেলা এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম,স্বেচ্ছাসেবক শিমুল আহমেদ, জামিউর রহমান জ্বীম ও শারমিন খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণকালে ইউএনও নাজমুন নাহার বলেন, এখন বর্ষাকাল। গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আর দেশের জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরী।
এসময় তিনি-শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব”-এর এই উদ্যোগকে স্বাগত জানান।
এ বিষয়ে “ছওয়াব”-এর পাবনা জেলা কো-অর্ডিনেটর মো. রুহুল আমিন বলেন,ছোট বেলা থেকেই শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে উপজেলার ১২০ জন শিশু শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।