শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা, আপনারা বলতে পারেন, ২৫শে মার্চ কালরাতে হয়েছে। অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর। আজ জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা-তথ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার পারসপেক্টিভ আলাদা। ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখিনি। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়িনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কখনো পড়িনি।
তিনি বলেন, এই বিচারের সঙ্গে যারা যুক্ত আছে, আমরা বেছে বেছে মানুষজনকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না। তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাজুলের নামটি কেন দিচ্ছেন? কন্ট্রোভার্সি হবে। আমি বলেছি কীসের কন্ট্রোভার্সি?আমার দরকার এমন আইনজীবী যাকে ১ হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় আইনজীবী আছে, আমার তাদের প্রতি আস্থা নেই। তাজুলের প্রতি আছে। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এই আইনের প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়ত প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দুই একজন মানুষ হবে। আর কেউ পারবে না। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন। আমরা আমাদের দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করি না। আপনাদের প্রতি নয়, আল্লাহ্ এর প্রতি দায় আমাদের-এভাবে দেখেছি জিনিসটা। এরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়-তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে। এটা আমরা জানি।
সূত্র: মানবজমিন