তরুনদেরকে নেতৃত্বে ও তাদের ক্ষমতায় আনতে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মম্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করিনি ছাত্রজনতা ঠিক তেমনি আগামীর বাংলাদেশ গড়তেও মানুষদের হতাশ করবে না এনসিপি।
সোমবার (২৮ জুলাই) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের ২৪শে চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করবে। বিগত রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি উল্লেখ করে তিনি জানান নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন ও জহিরুল ইসলাম সহ অন্যান্য সদস্য মন্ডলী।
সূত্র: এফএনএস।