তুমি,
ছাইড়া দাও সব হারাম,
পাইবা সব কামে আরাম।
হইব শুভ সকল যাত্রা,
শান্তিময় রাতের নিদ্রা।
হৃদয় মাঝে স্বস্তি পাবা,
নয় অশান্তিতে ডুবে যাবা।
হটে যাবে সকল মন্দ,
সকল কাজে পাইবা ছন্দ।
হাশি খুশি সারাবেলা,
জান্নাতেতে করবে খেলা।
করবে আল্লাহ হেফাজত,
পাইবা তাহার নিয়ামত।