মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আয়বর্ধক, রেফারাল, শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্থানীয় বেসরকারি পরিবর্তন সংস্থার আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে পরিবর্তন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ মনছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রথমে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভাষন দেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কমকর্তা আবদুল্লাহ আল মামুন, চকরসুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বিনু।
এছাড়া বক্তৃতা করেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, পরিবর্তন সংস্থা পরিচালক আবদুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক জাকির আকন্দ, পরিবর্তন সংস্থার উপ পরিচালক রোকসানা খাতুন রুপা প্রমূখ। অনুষ্ঠানে ১ জনকে সেলাই মেশিন, ২ জনকে হুইল চেয়ার ,৪ জনকে ক্রাচ, ১ জনকে শ্রবণ যন্ত্র, ১ জনকে ওয়াকিং স্টিক ও ১০ জনকে শিক্ষা উপকরণসহ মোট ১৯ জন প্রতিবন্ধীকে উপকরণগত সহায়তা প্রদান করা হয়।
এছাড়া ৬ জনকে চিকিৎসার জন্য রেফার করা হয়। উল্লেখ্য, মোট ২৫ জন সুবিধাভোগীর মধ্যে ১৩ জন নারী।