বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীর শহীদদের স্বরণে দেশজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশের ৩৫০ উপজেলায় একযোগে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হয়। সংগঠনটির সকল সদস্য শিক্ষার্থী। তারা টিফিনের টাকা বাঁচিয়ে বিপুল পরিমাণ এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করে। এদিন বেলা ১২ টায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ভাঙ্গুরা উপজেলা শাখায় এ কর্মসূচী পালিত হয়।
ভাঙ্গুড়ার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মোঃরওশন আলী, সহকারী শিক্ষক, সিদ্দিক বি এস সি,জিয়াউর রহমান,আবুল কালাম আজাদ, উক্ত কর্মসূচি পরিচালনা করেন ভাঙ্গুরা উপজেলা শাখার সভাপতি মোঃ ইফতেখার হাসান (লিমন) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ,দপ্তর সম্পাদক কাওসার আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর আলী.,,সমাজকল্যাণ বিষক সম্পাদক,নাজমুল হাসান,সদস্য রাশিদুল ইসলাম,শাহিন আলম,হাসিব,নাইম,শরিফ, সাইম, প্রমুখ।