মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ‘নওগাঁ যুদ্ধ দিবস’ পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের বেসরকারি সাব-সেক্টর কমান্ড পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। নওগাঁ যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজয়ের পটভূমি রচিত হয়।
তাই দিবসটি উপলক্ষে প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলণ ও শ্রদ্ধা শেষে তাড়াশের নওগাঁ শাহ শরীফ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে এ মুক্তিযোদ্ধা-জনতা মিলন মেলার অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পলাশডাঙ্গা যুবশিবিরের সর্বাধিনায়ক গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশডাঙ্গা যুবশিবিরের যুদ্ধকালীন ট্রেনিং মাষ্টার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন,তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আরশেদুল ইসলাম,ডেপুটি কমান্ডার সাইদুর রহমান সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সালমান হক ভুইয়া , তাড়াশ উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল সহ পলাশডাঙ্গা যুবশিবিরের সকল মুক্তিযোদ্ধাগণ ও এলাকার জনসাধারণ।