ভারত শাসিত কাশ্মীরে দিনে দুপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। জনাকীর্ণ বাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এ ঘটনায় দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। এই হামলার পর ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
শ্রীনগরের বাঘত চক এলাকায় শুক্রবার সকালে একটি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, স্বয়ংক্রিয় বন্দুক হাতে একটি দোকানের সামনে ছুটে আসছে এক যুবক। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক বার গুলি ছোড়ে সে। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে যেতেই সেখান থেকে চলে যান বন্দুকধারী ব্যক্তি।
হঠাৎ বন্দুক হামলার পর স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরা আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। চোখের সামনে গুলি চলতে দেখে পালাতেও দেখা যায় কয়েকজনকে। মুখে কোনও কাপড় না থাকায় সিসিটিভি ক্যামেরায় বন্দুকধারীর চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে।
উপত্যকার পুলিশ জানিয়েছে, গুরুতর আহতাবস্থায় ওই দুই পুলিশকর্মীকে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহত দুই পুলিশকর্মী হলেন- মুহাম্মদ ইউসুফ এবং সোহেল আহমেদ।