নিজ বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কায় প্রায় দশ বছর মায়ের লাশ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন মেয়ে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশ ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে। শনিবার সংবাদটি প্রকাশ্যে আসে।
সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কায় ৪৮ বছর বয়সী ইউমি যোশিনো এই কাজ করেন। পুলিশ টোকিওর ওই অ্যাপার্টমেন্ট থেকে ইউমি যোশিনোকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানায়, ইউমি যোশিনো ১০ বছর ধরে তার মায়ের লাশটি বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ফ্রিজে। সে তার মায়ের সঙ্গে এই বাড়িতে ভাগ করে থাকতো। তার মৃত্যুর পর বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কা থেকে লাশটি লুকিয়ে রেখেছিলেন তিনি।
মৃত্যুকালে মায়ের বয়স ৬০ বছর ছিল। কিন্তু যখন লাশটি উদ্ধার হয় তখন মায়ের বয়স ৭০ বছর বলে ধরে নেয়া হয়।