উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সভার মেয়র পদে আওয়ামীলীগ থেকে এসএম নজরুল ইসলাম এবং বিএনপি থেকে মোঃ আজাদ হোসেন মনোনয়ন পেলেন । এসএম নজরুল ইসলাম বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং মোঃ আজাদ হোসেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব । শুক্রবার ওই দুইজনকে নিজ নিজ দলের কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড পৃথকভাবে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আগামী ১৬ জানুয়ারী ২য় পর্যায়ে উল্লাপাড়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।