শীতকালীন সবজি মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে হাসি ফুটেছে তরুণ উদ্যোক্তা হিমেলের মুখে। লেখাপড়ার পাশাপাশি যেমন রাজনীতিতে মাঠ কাপানো লড়াকু সৈনিক। তেমনি কৃষিকাজে ব্যাপক পারদর্শী হিমেল এখন সাফল্যের শিখরে। পাকুন্দিয়া উপজেলার ৩নং চরফরাদী ইউনিয়নের মির্জাপুর চরে শীতকালীন সবজি চাষ করেছে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের পরিচিত মুখ মো. রাকিবুল হাসান (হিমেল)। তরুণ উদ্যোক্তা হিমেলের সাথে কথা বলে জানতে পারি, সে এই বৎসর রবি শস্য মূলা, আলু, পেঁয়াজ, খিরা, মরিচ, সীম, বাঁধা কপি, রসুন ও মিষ্টি কুমড়া ইত্যাদির চাষ করেছেন। সে আরও জানায়, এই কঠোর পরিশ্রম যেন গায়ে না লাগার মতো। এছাড়া বাজারে ইহার চাহিদা অনেক বেশি, দামও বর্তমানে আশানুরূপ এরচেয়ে বেশি দরে বিক্রি করা হচ্ছে।
দাম এমন থাকলে ৩ কানি (১০৫ শতক) জমি থেকে মিনিমাম ৪ লাখ (চার লাখ) টাকা বিক্রি হবে ইনশাল্লাহ। তবে সে অন্যদের তুলনায় ভিন্ন। সবকিছুই যেন আগাম চাষাবাদ। সে এ বৎসর ৩ কানি (১০৫ শতক) জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছে। সবগুলোতেই এখন ফলন এসে গেছে। গতকাল (রবিবার) থেকেই মিষ্টি কুমড়া উঠানো শুরু করছে সে। মিষ্টি কুমড়ার ফলন ভালো হওয়ায় সে এখন ভিষণ খুশি সে। তাই, আসুন আমরাও করোনাভাইরাস এর মহামারিতে ঘরে বসে না থেকে নিচ নিচ অবস্থান থেকে নতুন নতুন উদ্যোক্তা হই। তাহলে, আমাদেরও হিমেলের মত সফলতার স্বপ্ন বাস্তবায়নে রূপ নিবে। আসবে অর্থ, জীবন হবে উন্নত।