উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরে বুধবার এক বড়ধরনের শোডাউন করে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সাংসদ তানভীর ইমামের পি.এস মীর আরিফুল ইসলাম উজ্জল চমক দেখালেন। তিনি উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জল সকালে শোডাউনের পূর্বে এইচ.টি. ইমাম পৌর মুক্ত মঞ্চের সভা থেকে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে নিজেকে পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সার্বিক সহযোগিতা নিয়ে উল্লাপাড়াকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করবেন। সেই সাথে পৌরবাসীর সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবেন। এসময় পৌরমঞ্চের সভায় আব্দুল বাতেন হির“র সভাপতিত্বে অন্যান্যেল মধ্য বক্তব্য রাখেন, আসাদুল হক, আবুল কালাম আজাদ, নজর“ল ইসলাম লেবু, হাফিজুর রহমান হাফিজ, আনোয়ার সরকার, ফয়সাল কাদের র“মি প্রমুখ। পরে উজ্জলের স্বপক্ষে বের হওয়া শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।