মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছে অং সান সুচির দল। বিশ্লেষকরা বলছেন, তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় কিছু পরিবর্তন দেখা যাবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হয়নি।
২০১১ সালে সেনাবাহিনী ক্ষমতা ত্যাগ করার মতো এবারের মতো দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে বিপুল ভোটে জয় পেয়েছিল অং সান সুচির দল এনএলডি। এবারের ভোটের শেষে এগিয়ে রয়েছে সুচির দল। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। কিন্তু এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। গেল রবিবার অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের নির্বাচন।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এনএলডির ভোটে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। যদিও সুচি ও তাঁর সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।