অবশেষে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের এক সপ্তাহ পর প্রথম জনসম্মুখে এসেছেন তিনি। যদিও এখন পর্যন্ত তিনি নির্বাচনে পরাজয় মেনে নেননি। বিভিন্ন টুইটবার্তায় দাবি করছেন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর দিবস ভেটারেনস ডে’র অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার সঙ্গে ছিলেন। তবে, এ সময় কারও সঙ্গে কথা বলেননি ট্রাম্প।
অপরদিকে, জো বাইডেন ভেটারেনস ডে’র অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।