ভাঙ্গুড়া প্রতিনিধি : বিএনপির অঙ্গসংগঠন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আনন্দ র্যালি বের করা হয়। পরে শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু ভার্চুয়াল মিটিং এ যুক্ত হয়ে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি দিনটি উপলক্ষ্যে যুবদলের নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ভাঙ্গুড়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব নুর মুজাহিদ স্বপন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যগ্ম আহবায়ক আব্দুল মতিন রাজু,যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক,যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,পৌর যুবদলের আহবায়ক এস এ নূর,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানবিশ আইনজীবি মেহেদী হাসান পান্না প্রমুখ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।