একটানা বৃষ্টি আর হালকা ঝড় হাওয়ায় সলঙ্গায় আমন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। গত শুক্রবার হতে একটানা কয়েকদিন ধরে বৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ায় থোরধান, আধাপাকা ধান সহ রোপা আমন ক্ষেতের ধান মাটিতে হেলে পড়েছে। নিচু এলাকার ক্ষেতের ধান পানিতে ঝাপটে গেছে। এছাড়া বিভিন্ন সবজি ক্ষেত দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। অব্যাহত এ বৃষ্টিতে ইতিমধ্যে থানার ৬ টি ইউনিয়নের বেশিভাগ আমন,রোপা ধান মাটিতে হেলে পড়ে কৃষকের চরম ক্ষতি হয়েছে। এভাবে বৃষ্টি আর বাতাস বইতে থাকলে হেলেপড়া ধান ক্ষেত সম্পুর্নরুপে নষ্ট হয়ে যাবে।
সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের রানীনগর গ্রামের সবজি চাষী লিখন আহমেদ জানান, তার এক বিঘা জমির বেগুন গাছ মাটিতে হেলে পড়েছে। এছাড়াও জমির লাল শাক ও পালং শাক বাতাসে মাটিতে মিশে গেছে। এতে তার চরম লোকসান হয়েছে। মাথায় হাতদিয়ে বসেছে অনেক কৃষক । প্রবাহমান বৈরী আবহাওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়ে পড়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নিয়ে বিপাকে পড়েছে পুজারীরা।