জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই।’
সোমবার বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন। উল্লেখ্য, উক্ত ঘটনার জের ধরে ১১ মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকেও হত্যা করা হয়েছে।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সোমবার বরগুনা সাকির্ট হাউজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের লড়াই দেশের সকল জুলুমবাজ কায়েমি স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’
এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। ধর্ষিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক। তার বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি।
জামায়াত আমীর আরও বলেন, আমরা চাই কুরআনের শাসন যারা চালু করবে আল্লাহ তায়ালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দিবেন। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই।’
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযাম হোসাইন হেলাল প্রমুখ।
সূত্র: আমার দেশ