সুজানগর (পানা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা-২ নির্বাচনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সোমবার সকাল থেকে কাজিরহাট উচ্চ বিদ্যালয়, মালিফা হাবিবর রহমান বহুমূখী উচ্চ বিদ্যালয়, বনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়, সতবাড়ীয়া ডিগ্রী কলেজ, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, কুরবান আলী, মশিউর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।