পাবনার ভাঙ্গুড়ায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হাফিজ খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি উপজেলার বেতুয়ান গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির খানের বাবা।
এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে অটোভ্যানযোগে ভাঙ্গুড়া বাজারে যাওয়ার পথে উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি ট্রলি অটোভ্যানটিকে ধাক্কা দিলে হাফিজ গুরুতর আহত হন।এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। পরে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে তার মৃত্যুতে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।