আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে ভোটের আগে সব ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কেউ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা, বরাদ্দ বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
ইসি জানায়, নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি, অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগসুবিধা নির্বাচনি কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল প্রদান করেও এসব ব্যবহার নিষিদ্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোনো অবস্থাতেই নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণসংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনের আগে কোনো প্রার্থী সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবেন না। তবে আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান একান্ত প্রয়োজন হলে সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
এদিকে নির্বাচন সামনে রেখে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও কড়াকড়ি আরোপ করেছে ইসি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি এবং ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম নতুন করে গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।\
ইসি সতর্ক করে জানিয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি ২৭ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।