পাবনার ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার রাতে উপজেলার নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুত।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক,ড্যাব এর পাবনা জেলা শাখার সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমান।
পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান প্রমুখ।
এসময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। হাফেজ মাওলানা আব্দুল মান্নান মোনাজাত পরিচালনা করেন।