ভাঙ্গুড়া সংবাদদাতা :
স্কুল শিক্ষার্থীদের মেধা পরীক্ষায় সাফল্যের শীর্ষে রয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্থানই অর্জন করেছে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। এতে প্রথম হয়েছে মো. রাওনাফ হোসেন ,দ্বিতীয় হয়েছে মাহিয়া খাতুন ও তৃতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস। এরা প্রত্যেকেই শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্ঞ্চম শেণির শিক্ষার্থী।
ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং সেন্টার এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে। কোচিং সেন্টারের পরিচালক ঠানটু আলম বলেন, ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান বিষয়ে ৮৪জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। বিজযীরা যথাক্রমে নগদ পাঁচ,তিন ও দুই হাজার টাকার বৃত্তি লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।