পাবনার ভাঙ্গুড়ার বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. আব্দুল জব্বার বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত সংগঠনটির দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হন।
আব্দুল জব্বার ভাঙ্গুড়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেডের ডিরেক্টর ও সিইও,জেড এইচ গ্রুপের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (সিংগাইয়ির,সাকুরা) সাভার,ঢাকা-এর সহ-সভাপতি।
পুনরায় পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হওয়ায় ভাঙ্গুড়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড ও জেড এইচ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা শফিক স্পেশালিষ্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. শফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনা আইডিয়াল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রশিদ খান পিন্টু।