বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,বাংলাদেশে কোন সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি ও লুটপাটের রাজনীতি করতে দেওয়া হবেনা।জুলাইকে কেউ কেউ ৭১এর মত ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে।আগের ধারার মত জুলাইকে ব্যবহার করে অনেকে সম্পদের পাহাড় গড়ছে।এজন্য কি আমার শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে? দেশে এখনও দুর্নীতি বন্ধ হয়নি।বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ,এ দেশে কোন দুর্নীতি চল ও হত্যা করার রাজনীতি চলবে না।
আগামি দিনে ফ্যাসিবাদের রাজনীতি করতে দেওয়া হবেনা।যারা করবে তাদের পরিনতি আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও খারাপ হবে।সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।একটি আদর্শের মধ্য দিয়ে দেশে জুলাই সংঘটিত হয়েছে।
জুলাই এর আন্দোলন হঠাৎ করে ঘটে যাওয়া কোন ঘটনা নয়। এটি বহু দিনের জাগরণ ছিল।২৪এর জুলাই আন্দোলন ছিল একটি ইতিহাস।জুলাইকে আমাদের ধারণ করতে হবে।জুলাইকে কেউ কেউ বিক্রি করে দিচ্ছে,হারিয়ে দেওয়ার চেষ্টা করছে।আওয়ামীলীগ ২০০৬সালে লগি-বৈঠার মাধ্যমে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল। হাসিনা নির্বাচন না দিয়ে ক্ষমতায় এসেছিল।ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে।শাপলা চত্বরে আলেমদেরকে অন্যায়ভাবে গণহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার(৪ডিসেম্বর)রাতে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে উদ্যেশ্য করে তিনি বলেন,নাজিবুর রহমান মোমেন শহীদের উত্তরসূরী। তিনি তরুণ প্রজন্মের আইকন। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিবেন। নাজিব মোমেন ভাইকে দাঁড়িপাল্ল্লায় বিজয়ী করতে হবে। যাতে দেশে ন্যায় ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি(ঢাবি)ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন,ফ্যাসিবাদি আওয়ামীলীগ সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করেছে।তারা দিল্লির দালালি করেছে। এই স্বাধীন বাংলায় দিল্লির দালালি চলবেনা।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দেশ বিভাজনের রাজনীতি এ দেশে চলবেনা। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি।শহীদদের রক্ত বৃথা যেতে দিবনা।সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব।আগামিতে বাংলাদেশ হবে ইনসাফের দেশ,শহীদদের দেশ।কেউ পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে ফ্যাসিবাদের চেয়েও অবস্থা খারাপ হবে।আমরা দুর্নীতিমুক্ত সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে চাই।এ দেশ হবে বৈষম্যহীন সবার বাংলাদেশ।
সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল,শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬৮পাবনা-১আসনের এমপি প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন।জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ ইকবাল হোসাইন,সেক্রেটারি মাওলানা আব্দুল গফফার খান,সহ-সেক্রেটারী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য দেন,কেন্দ্রীয় শুরা সদস্য ডাঃ আব্দুল বাসেত খান,সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর,উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল কুদ্দুস,অধ্যাপক ড.ইদ্রিস আলম, বেড়া উপজেলা জামায়াতোর আমীর আতাউর রহমান,সুজানগর উপজেলা জামায়াতোর আমীর অধ্যাপক হেসাব উদ্দিন,ফরিদপুর উপজেলা জামায়াতের আমীর আবু তালেব,জেলা শ্রমিককল্যান ফেডারেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম মিয়া,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক,পৌর কর্মপরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক,অধ্যক্ষ শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেজবা হোসাইন,ঢাবি ফজলুল হক হলের সভাপতি খন্দকার আবু নাইম,উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদি হাসান,জেলা ছাত্রশিবিরের সভপতি মুন্নাফ হোসেন,জেলা শহর শাখার সভাপতি গোলাম রহমান জয়। সমাবেশ ইসলামী গান পরিবেশন করে সৃজন শিল্প গোষ্ঠি,রোকনুজ্জামান ও আব্দুন নূর।