ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অন-লাইন প্রতিযোগিতায় পাবনা জেলা পর্যায়ে সঙ্গীতে স্থান করে নিয়েছে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল অপসরী মাইশা। এর আগে সে উপজেলা পর্যায়ের বাছাইয়ে প্রথম স্থান অধিকার করে।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য সে পাবনা জেলা থেকে নির্বাচিত হয়েছে।
শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন,মাইশা এই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সে একজন মেধাবী ছাত্রী । সেই সঙ্গে সঙ্গীত,নৃত্য ও আবৃত্তিতে তার পারদর্শিতা রয়েছে। মাইশা বাংলাদেশ টেলিভিশনের শিশু নৃত্য শিল্পী। সে ভাঙ্গুড়া শিল্পকলা একাডেমীরও শিল্পী।
জান্নাতুল অপসরী মাইশা ভাঙ্গুড়া উপজেলার বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইদুল ইসলাম এর একমাত্র কন্যা।