উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের পাশে সরকার পরিবহনের একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত হয়েছেন আরো ৬ যাত্রী। নিহত হেলপারের নাম সোহেল মিয়া(৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের হাসেম আলীর ছেলে। আহত সবাই সরকার ট্র্যাভের্লসের যাত্রী। দুর্ঘটনার পর ওই মহাসড়কে দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল এই পথে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।
উলাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সরকার পরিবহনের কোচটি সিরাজগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল। দুর্ঘটনার পর উলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে উলাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। পরে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।