চাটমোহর(পাবনা)প্রতিনিধি :
পাবনার চাটমোহরের নতুন চিত্রাঙ্কন স্কুল চিত্র গৃহ চাটমোহর আয়োজিত ‘ঘরে বসে আঁকি বঙ্গবন্ধু’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় পৌর সদরের মাস্টারপাড়া মহল্লায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চিত্রগৃহ’র উপদেষ্টা চিত্র ও সঙ্গীত শিল্পী এস এম আতাহার আলী ও শ্যামল পাল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিদ্যাপিঠ স্কুলের শিক্ষক পার্থ দাস, সাংবাদিক প্রভাষক ইকবাল কবীর রঞ্জু, খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমান, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হোসনে আরা হাসি, চিত্র গৃহ’র প্রতিষ্ঠাতা ও অংকন শিক্ষক মানিক দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেমান আসাদ।
বক্তারা নতুন চিত্র শিক্ষালয় হিসেবে চিত্র গৃহ’র সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। সেই সাথে প্রত্যাশা করেন এখান থেকেই আগামীতে জাতীয় পর্যায়ে চিত্রাংকনে পুরস্কার নিয়ে আসবে।
এর আগে চিত্র গৃহ’র ফেসবুক পেজে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চেতনা ছড়িয়ে দিতে ‘ঘরে বসে আঁকি বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। শিশু শিক্ষাথীরা বাড়িতে বসে বঙ্গবন্ধুর ছবি এঁকে চিত্র গৃহে জমা দেয়। সেখান থেকে বাছাই করে সেরা ২৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।
সেরা ২৫ জন হলেন-সঞ্চারী হক, জামিয়া শান্তা, আর্য্য কর্মকার, বৈশাখী, মম, জয়িতা, পারিসা, স্নেহা-১, স্নেহা-২, দেবলীনা, অংকনা, মোহনা, সন্ধি, মিষ্টি, আপন, স্নিগ্ধা, রাজদীপ, আরাফাত, মিতু, ফাল্গুনী, পূর্ন, টুনি, ত্রিপর্না কর্মকার, আব্দুল্লাহ আল কাবির ও মহিকা।