ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি ;
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উদযাপিত হয়। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে নানা কর্মসূচী পালন করে।
এগুলোর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মূড়্যালে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেনের পক্ষে বঙ্গবন্ধুর মুড়্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার পুত্র মেয়র গোলাম হাসনাইন রাসেল ও যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল।
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ও অফিসার ইনচার্জ(তদন্ত)মো: নাজমুল হক,পৌরসভার পক্ষে মেয়র গোলাম হাসনাইন রাসেল,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোকছেদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো: গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা,ভাঙ্গুড়া মডেল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোফাজ্জল হোসেন প্রমুখ ফুল দিয়ে বঙ্গবন্ধুর মুড়্যালে শ্রদ্ধা নিবেদন করেন।
অতপর বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মো: আব্দুল মজিদ।
পরে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু , উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।
এর আগে জাতির জনকের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে অতিথিবৃন্দ যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন । এছাড়াও ভার্চ্যুয়াল এবং অন-লাইনে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে যে সব শিক্ষার্থী বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার হিসাবে বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক বই প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ভাঙ্গুড়া উপজেলা ও পৌরশাখা এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও দিবসটি পালনে নানা কর্মসূচী পালিত হয়।