নিজস্ব প্রতিবেদক,পাবনা : পাবনার সাথিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুখ হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক উপজেলার উত্তর সোলাইবাড়ীয়া গ্রামের মৃত আরশেদ প্রামাণিকের ছেলে।
র্যাব-১২ জানায়, গ্রেফতার ফারুক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় বিভিন্ন মাদকদ্রব্য নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাবনা জেলার সাথিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।