উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামের পাশে বিলসূর্য নদীতে বস্তাবন্দী একটি লাশ ভাসছে। লাশটি পুরুষের ও অর্ধগলিত। শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখে কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনকে খবর দেন। হেলাল উদ্দিন জানান, তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন। তবে লাশের পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হাফিজ জানান, কয়ড়া ইউপি চেয়ারম্যানের নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।