বিশেষ প্রতিনিধি,ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার রিটার্নং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট পেপার ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে গেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আনসার ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন শৃংখলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম কাজ করবে। উপসচিব পদ মর্যাদার দু’জন সিনিয়র কর্মকর্তা ভোট গ্রহন পরিস্থিতি মনিটোরিং করবেন।
এবারের নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল দ্বিতীয় মেয়াদে বিনা প্রদ্বিন্দিতায় নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বরাত কে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বার্চিত ঘোষনা করা হয়েছে। তবে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমের মৃত্যুজনিত কারণে কেবল ওই (পুরুষ) ওয়ার্ডের নির্বাচন বাতিল করা হয়েছে।
ফলে ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদ ও দুটি সাধারণ ওয়ার্ডে কা্উন্সিলর পদে ভোট গ্রহন হচ্ছেনা।