ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম হাসনাইন রাসেল মটর সাইকেল প্রতীকে ব্যাপক ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৫টি কেন্দ্রের ফলাফলে মোট ভোট পেয়েছেন ৩১৫৫৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দি এম মেছবাহুর রহমান রোজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৬৭৯ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ রনজু টিউবওয়েল প্রতীকে ৩০৮১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি সাজ্জাদুর রহমান পেয়েছেন ৩১৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভিন (পাখি) হাঁস প্রতীকে ১৯১৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কানিজ ফাতেমা ফুটবল প্রতীকে ১১২০৩ ভোট পেয়েছেন।
সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার কন্ট্রোল রুম থেকে এই ফলাফল ঘোষনা করেন।