আজ শুক্রবার সকালে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এই প্রশিক্ষণ কর্মশালা আযোজন করে উপজেলা নির্বাচন অফিস। এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহারুজ্জামান। এসময় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আব্দুস ছালাম, ডাটা এন্ট্রি অপারেটর ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালায় ৯ জন সুপারভাইজার ও ৪৫ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারিরা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক। তথ্য সংগ্রহকারিগণ আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার মো.সাহারুজ্জামান জানান,গত ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পুর্বে জন্মগ্রহণকারি অথবা ১৮ বছরের বেশি বয়সি কিন্তু যারা এখনো ভোটার হয়নি, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হতে তথ্যসংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।