বিশেষ প্রতিনিধি : ২১ মে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপুর্ণ ভাবে ভাট গ্রহণ শেষ হয়। এই নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষতার লক্ষ্যে প্রশাসন কয়েকটি স্তরে নিরাপত্তা জোরদার করে। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে স্বশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। আগেরদিন ইভিএমসহ সকল মালামাল নিয়ে নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্রে পৌঁছেন।
প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম সার্বক্ষণিক তৎপর থাকেন। এছাড়া বিজিবি ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহলে থাকে। সহকারী কমিশনার (ভুমি)তাসমিয়া আক্তার রোজী নির্বাচনে আচরণ বিধি পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ব্যস্ত সময় পার করেন। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে সার্বক্ষণিক খোলা ছিল কন্ট্রোল রুম। এখান থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষায় সতর্ক দৃষ্টিসহকারে কাজ করেন উপজেলা লাইভস্টক অফিসার ডা.রুমানা আক্তার,উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান ও প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম। উপজেলা নির্বাহী অফিসের মি. মোস্তাফিজুর রহমান তাদের সহযোগিতা করেন।
এছাড়া ভাঙ্গুড়া উপজেলায় এবারই প্রথম কোনো সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার হলো। এ নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ থাকলেও অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটারগণ তাদের ভোট প্রদান করতে সক্ষম হন। প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের প্রতিটি নির্দেশনা ফলো করেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন। দু’একটি কেন্দ্রের ছোট সমস্যাগুলোও তিনি অত্যন্ত গুরুত্বের সাথে এবং দ্রুত সমাধান করেন। এবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ ও নিরপেক্ষতা নিয়ে পর্যবেক্ষক ও সুশিল সমাজের সদস্যরাও সন্তোষ্ট।
কেন্দ্র পরিদর্শনের সময় আনসার ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মানবিক আচরণে মুগ্ধ হওয়ার মত ঘটনা পরিলক্ষিত হয়। ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি প্রাইমারী স্কুলের ভোট কেন্দ্রে কর্তব্যরত আনসারের পিসি শেখ সাখাওয়াত হোসেন ৯৫ বছরের একজন বৃদ্ধ ভোটারকে ভোট প্রদানে সহায়তা করেন,আবার আন্তরিকতা ও যত্নসহকারে তাকে বুথের বাইরে তার নিকট ব্যক্তিদের কাছে পৌঁছায়ে দিতে দেখা যায়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার তার দক্ষতা,যোগ্যতা ও বিচক্ষণতা দ্বারা নির্বাচনের প্রতিটি বিষয় ও ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করায় কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সফল ভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে পর্যবেক্ষক মহলের অনেকেই মন্তব্য করেছেন।