পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুকুরপাড় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.ফকির সামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান,আব্দুস সালাম ফকির,সাবেক ইউপি সদস্য আশরাফ, ইউপি সদস্য মোছা.সাইদা খাতুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-০১ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান খোকন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মেধাবী, নৈতিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধান শিক্ষক রওশন হোসেন বলেন, শিক্ষকদের কাজ শুধুমাত্র পাঠদান নয়, বরং শিক্ষার মানোন্নয়নে কাজ করা। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানদের আচরণ, সময়ানুবর্তিতা ও পাঠ্যবিষয়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করার। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে। বিদ্যালয়ের অবকাঠামো, দক্ষ শিক্ষক ও আন্তরিক পরিবেশ বিদ্যমান। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।