পাবনার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা ও সমাজকর্মী সালমা খানম, মোঃ হামিদুর রহমান বাবু, সামিদ রহমান ও সামিহা রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এসকেআরএফ গিভ ফাউন্ডেশন-এর উদ্যোগে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) কলেজের শিক্ষক পরিষদ কনফারেন্স কক্ষে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেআরএফ গিভ ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ হামিদুর রহমান বাবু।
এই মেধাবৃত্তি প্রকল্পের এডওয়ার্ড কলেজের সমন্বয়ক এবং কলেজের বিজয় ২৪ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ লিখন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং বি বি হাই স্কুল ও কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাঈমুর রহমান নাঈম এবং এসকেআরএফ গিভ ফাউন্ডেশন-এর বৃত্তি প্রকল্পের সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি এস এম তানিম হাসান।
অতিথিদের বক্তব্যে বক্তারা এই মেধাবৃত্তি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও এই মেধাবৃত্তি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সামনে এগিয়ে চলার পথকে আরো প্রসারিত ও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হামিদুর রহমান বাবু বলেন, “আমরা প্রবাসী হলেও আমাদের দেশের প্রতি ভালোবাসার জায়গা সর্বাগ্রে। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে পারাটাকে আমরা গর্বের ভাবি। আমাদের অন্যান্য সামাজিক উদ্যোগের মধ্যে এটি একটি।” তিনি তার বক্তব্যে তাদের চলার পথে এগিয়ে যাওয়ার জন্য সবার দোয়া চান।
অনুষ্ঠান শেষে সরকারি এডওয়ার্ড কলেজের বিভিন্ন বিষয় ও বর্ষে অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থীর হাতে এক লক্ষ টাকা বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
একই দিনে পৃথক একটি অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি হিসেবে নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয় এসকেআরএফ গিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে।