পাবনার চাটমোহরে যুবদল নেতার বিরুদ্ধে ঋণখেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চাটমোহর থানায় মামলা করেন। মামলা নং ১৫।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলায় ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ফৈলজানা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লোকমান হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। লোকমান হোসেনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
অভিযোগে জানা গেছে,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখা থেকে ২০১৮ সালে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান হোসেন। এই ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি ঋণ নবায়ন করেন না। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারে। সেই হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গাস ভাঙচুর চালান যুবদল নেতা লোকমান হোসেন। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয় ঘটনার পর স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, লোকমান হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণসংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
লোকমান হোসেনের দলীয় পদবি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। লোকমান হোসেনের তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
সূত্র: এফএনএস।