সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হীরক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রেজা ও উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাফ হোসেন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ।