পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবক বুরুজ আলীর (৩৫) লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দল গুমানী নদীর চাটমোহর উপজেলার কাটেঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত বুরুক চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালইলমারী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
জানা গেছে,বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার কাটেঙ্গা নৌঘাটে পিকনিকের একটি নৌকার সামনে বসে ছিলেন বুরুজ আলী। হঠাৎ করেই তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। তাৎক্ষনিক এলাকার লোকজন ও তার সাথে থাকা ব্যক্তিরা নৌকা নিয়ে তাকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অবশেষে শুক্রবার সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসা হয়। দুপুর ১টার দিকে কাটেঙ্গা নৌঘাটেই নদীর তলদেশ থেকে বুরুজের লাশ উদ্ধার করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। আজকে তার লাশ নদী থেকে ডুবুরি উদ্ধার করেছে।
সূত্র: এফএনএস।