ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে শিশুদের প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার। সোমবার এই বিদ্যালয়ে একটি মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এই পরামর্শ দেন। এতে সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো.সেকেন্দার আলী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা।
ইউএনও তার বক্তব্যে বলেন,পড়[লেখা ও পরিবেশের দিক থেকে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সেরা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অন্যান্য বিদ্যালয়ের মত শিশুদের প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে। এখানে যথাসময়ে ক্লাশ শুরু করা হয়। তাই ছাত্রছাত্রীরাও সকালে শ্রেণিতে প্রবেশ করে। তাদের থাকতে হয় বিকাল চারটা পর্যন্ত। এরপর বাচ্চারা ভোরে যদি প্রাইভেট পড়ে তাহলে তারা চাপ সহ্য করতে পারবেনা। তাই অভিভাবকরা যাতে তাদের বাচ্চাদের প্রাইভেট না পড়ান। তিনি অনেক মনিষীদের উদাহরণ টেনে বলেন,লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে না পারলে উদ্দেশ্য ও লক্ষ্য ব্যর্থ হবে। এছাড়া শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব বাচ্চারা পড়ে তাদের আলাদাভাবে প্রাইভেট পড়ার দরকার আছে বলে তিনি মনে করেন না বলেও জানান।
সমাবেশে অভিভাবকরা ইউএনও’র বক্তব্যে অনুপ্রাণিত হন এবং বাচ্চাদের ওপর চাপ কমাতে তারা ঐক্যমত পোষণ করেন।।