বিশেষ প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিুপুর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ভোট। সোমবার (২০মে) সকালে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে নির্বাচনে নিযুক্ত প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ ইভিএমসহ প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাগণ বিকালের মধ্যে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যাবেন – এমন তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসের এক কর্মকর্তা। আগামীকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এজন্য সোমবার সকালে প্রিজাইডিং অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে ইভিএম সামগ্রী গ্রহণ করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) তাসমিয়া আক্তার রোজী,উপজেলা নির্বাচন অফিসার শাহারুজ্জামান ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারই প্রথম ভাঙ্গুড়া উপজেলায় কোনো সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে। এ কারণে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পোলিং পার্সোনেলদের পুর্বেই দু’দিন ব্যাপি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা তৈরি করা হয়।
রিটার্নিং অফিস সূত্রে জানাগেছে,ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ৪৫,বুথের সংখ্যা ২৯৫। এখানে নির্বাচন কমিশন ৪৫জন প্রিজাইডিং অফিসার,২৯৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৯০জন পোলিং অফিসার নিযুক্ত করেছেন। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১,০৩,১৯১জন।
এছাড়া নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক তিনজন স্বশস্ত্র পুলিশ ও স্বশস্ত্র পিসি ও দু’জন এপিসিসহ ১২জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার বলেন,ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ এবং উক্ত নিরপেক্ষতা যাতে জনগণের নিকট দৃশ্যমান হয় তা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবেনা। এ ক্ষেত্রে ভোট কেন্দ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে অবহেলা কিংবা অন্যকেউ অনিয়মের সাথে যুক্ত হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সহকারী রিটার্নিং অফিসার আরো বলেন,আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি মাঠে থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করবে একাধিক মোবাইল টিম। ফলে অনিয়মের সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যাবেন তারা। সেইসঙ্গে নির্বাচন সফল ও স্বার্থক করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।।