জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটি। সেইসঙ্গে এনসিপি নেতারা সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি
এনসিপি যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, “জাতীয় নাগরিক পার্টি এনসিপি সফলভাবে ৩২ জেলায় জুলাই পদযাত্রা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। কিন্তু তার ধারাবাহিকতায় গোপালগঞ্জে যাওয়ার পর গণঅভ্যুত্থানের নায়কদের ওপর অতর্কিত হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ। অনেক আগ থেকেই এনসিপির পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছিল। তারা অস্ত্র, বোমাসহ প্রস্তুতি নিয়েই সমাবেশে হামলা চালিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সামনের সারির নেতাদের হত্যা করা। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের চরম দায়িত্ব অবহেলা ফুটে উঠেছে।”
ঢাকা মহানগর দক্ষিণের নেতা মোস্তাক আহমেদ শিশির বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঘটনার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হবে সেই তথ্য ছিল না। সেজন্য ওই এলাকায় দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। বাকি পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে।”
দলটির যুগ্ম সদস্য সচিব এসএম শাহরিয়ার ঘোষণা করেন, এই ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করতে এনসিপি। সেখানে ঢাকা মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: আমার দেশ।