গোপালগঞ্জে এনসিবির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়ালব্রিজ খেলার মাঠে এক প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,অধ্যক্ষ হালিম মজহার নুর, মাওলানা জহুরুল ইসলাম ও উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক।
এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।
বক্তারা, এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।