পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন হোসেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক দলের সভাপতি মো.আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ছোট করে দেখার কিছু নাই। সমাজে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তারা কাজ না করলে দেশ একদিনও চলবে না। সমাজের খেটে খাওয়া এসকল মেহনতি মানুষের কথা চিন্তা করেই শহিদ জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। তাই এই দলকে শক্তিশালী করতে হবে।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।