বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে তা জনগণ বুঝে ফেলেছে। শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি স্পষ্ট সংকেত। তিনি দৃঢ় কণ্ঠে জানান, “সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো। বিএনপির সাহস এবং শক্তি আছে এই ষড়যন্ত্র প্রতিহত করার।” তিনি আরও বলেন, “আমরা জনগণের প্রতি সবসময় দায়বদ্ধ থেকেছি এবং জনগণ এখন বুঝে গেছে কারা এই ষড়যন্ত্রের মূল হোতা।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো দিন-তারিখ জানানো হয়নি। তিনি মনে করেন, গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা ভোটের সময়সূচির স্থিরকরণে দেরির কারণ হতে পারে। তবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ওপর এখনো আস্থা রাখা হচ্ছে এবং সমর্থন প্রত্যাহার করা হয়নি। ফারুক আশা প্রকাশ করেন, সরকার জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিবে।
ফারুক আরও বলেন, দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেই নির্বাচন উপহার দেয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তিনি বলেন, এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা সৃষ্টি করছে তাদের খুঁজে বের করতেই হবে।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: এফএনএস।