ভাঙ্গুড়া প্রতিনিধি : আজ সোমবার (৪ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
আগামী ১৬ জানুয়ারি ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি বিষয়ে আলোচনায় মুল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রোকাব আলী দেওয়ান।
আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে নির্বাচনে শৃংখলা বিরোধী কাজের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন। একই সঙ্গে নির্বাচন বিধিমালা কঠোর ভাবে অনুসরণের জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে রিটার্নং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ইতোমধ্যে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে গোলাম হাসনাইন রাসেল দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। আর একটি ওয়ার্ডর এক কাউন্সিলরের মৃত্যুতে সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে। তবে অন্যান্য ওয়ার্ড এর নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সকলকে আচরণ বিধিমালা অবশ্যই মেনে প্রচারণা চালানোর প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, বিধিমালা ভঙ্গকারীদের ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান বা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
রিটার্নং অফিসার আরো বলেন,দুপুর ২ টার আগে এবং রাত ৮টার পর মাইকিং-মিছিল কোনোটাই করা যাবেনা। ভোটারদের কোনো প্রকার উপঢৌকন প্রদান করা যাবেনা। একজন প্রার্থী কেবল একটি মাইকের হর্ণ প্রচার কাজে ব্যবহার করতে পারবেন।
এ অবহিকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) কাওছার হাবীব,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি ও কাউন্সিলর পুরুষ এবং নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।